
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা দেড়টায়। খেলা সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন। স্পিন আক্রমণ বাড়াতে জেইডেন সিলসের জায়গায় এসেছেন আকিল হোসেন। আর রোমারিও শেফার্ডের পরিবর্তে অভিষেক হচ্ছে আকিম অগাস্টির।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরুতে ব্যাটিং বিপর্যয় ঘটলেও ৪৯.৪ ওভারে ২০৭ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় সফরকারীরা। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে আজকে আপ্রাণ চেষ্টা করবে ক্যারিবিয়ানরা। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ একাদশে চারজন স্পিনার নিয়ে নেমেছে।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
