
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে গুরুত্বপূর্ণ ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। একাদশে এসেছে চার পরিবর্তন।
বাংলাদেশ একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শুরু হবে টাইগারদের টিকে থাকার লড়াই। যেখানে ম্যাচের আগে জয়ের প্রত্যাশা জানালেন লিটন।
টস জিতে লিটন দাস বলেন, ‘আমরা আগে ব্যাটিং করব। হ্যা, এই ম্যাচ নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আমাদের এই ম্যাচ জেতা অবশ্যই প্রয়োজন এবং আমরা ভালো খেলব। উইকেট দেখে খুব ভালো মনে হচ্ছে। ১৬০ ভালো টোটাল হতে পারে। আমরা গেল তিন সিরিজ ভালো করেছি। একটি বাজে ম্যাচ আমাদের সাম্প্রতিক সময়ের ভালো ফর্মকে প্রভাবিত করতে পারবে না।’
উল্লেখ্য, সুপার ফোরে যেতে আজকের ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে টাইগারদের। এই ম্যাচ জয়ের পাশাপাশি টাইগারদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী আফগান-লঙ্কান ম্যাচের দিকে। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে লিটনরা।
উভয় দলের একাদশ—
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ আফ্রিদি, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (ক্যাপ্টেন), নুর আহমদ, এএম গজানফর, ফজল হক ফারুকী।
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস
