এসিসি অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপের পর্দা উঠেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) উদ্বোধনী দিনে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে ভারত ও পাকিস্তান। দুটো দলই বড় জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। অপরদিকে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২৯৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।
এদিন আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীর ১৭১ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৬ উইকেটে ৪৩৩ রান করে ভারত। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর। তাছাড়া বিশ্বের প্রথম দল হিসেবে যুবাদের ওয়ানডেতে তিনটি চারশোর্ধ্ব রানের ইনিংসের রেকর্ড গড়ল ভারত।
সূর্যবংশী ৯৫ বলে ৯ চার ও ১৪ ছক্কার মারে ১৭১ রানের ইনিংসটি সাজান। ভারতের হয়ে যুব ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি। তাছাড়া যুব এশিয়া কাপের এক ইনিংসে সর্বোচ্চ ১৪টি ছক্কার রেকর্ড গড়লেন সূর্যবংশী। এছাড়া ব্যাট হাতে সমান ৬৯ রানের ইনিংস খেলেন অ্যারন জর্জ ও ভিহান মালোথরা।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন উদ্দিস সুরি। এছাড়া ৫০ রান আসে পৃথিবী মধুর ব্যাট থেকে।
এদিকে দিনের অপর ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার সামির মিনহাস ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৪৮ বলে ১১ চার ও ৮ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। আরেক ব্যাটার আহমেদ হোসেন ১১৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন আলি রাজা ও মোহাম্মদ সায়েম। এছাড়া ড্যানিয়েল আলী খান ২টি এবং নিকাব শফিক একটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ম্যাচ–১
ভারত অনূর্ধ্ব-১৯ : ৪৩৩/৬ (৫০ ওভার)
আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ : ১৯৯/৭ (৫০ ওভার)
ফলাফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৩৪ রানে জয়ী
ম্যাচ–২
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ৩৪৫/৩ (৫০ ওভার)
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ : ৪৮/১০ (১৯.৪ ওভার)
ফলাফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২৯৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি