Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে শেষ ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Bangladesh win the series by defeating Sri Lanka in the final ODI.
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ছবি- বিসিবি

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে লাল বলের সিরিজটি জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৩ দিনের দুটি ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। এরপর ওয়ানডে সিরিজেও চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতা বিরাজ করছিল। তবে শেষ ম্যাচে হেসেখেলে লঙ্কানদের হারিয়ে সিরিজটি জিতে নিয়েছে জুনিয়র টাইগাররা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তাতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কা। স্বাগতিকদের বোলিং তোপে দুইশর আগেই গুটিয়ে যায় লঙ্কানরা। ৪৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয় সফরকারী দলটি।



জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল। যদিও রানতাড়ায় নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেছিল বাংলাদেশ। দলীয় ১ রানেই গোল্ডেন ডাকে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম। এরপর শেখ জারিফ সিয়াম ও কাওসার আহমেদ মিলে শুরুর বিপত্তি সামাল দেন।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন সিয়াম ও কাওসার। দলীয় ৬৯ রানে ফিরে যান কাওসার। তার ব্যাট থেকে আসে ৩০ রান। কাওসার ফিরে গেলেও ফিফটি তুলে নেন সিয়াম। তবে ৫১ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি। এরপর রাকিবুল এসে ডাক মেরে ফেরেন। তবে অপরপ্রান্ত আগলে খেলতে থাকেন আদ্রিতো ঘোষ।

দলীয় ১১৪ রানে ৪ উইকেট পতনের পর আকাশ রায়কে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলের জয়ের জয়ের পথ সুগম করেন আদ্রিতো। তবে দলকে জিতিতে মাঠ ছাড়তে পারেননি আদ্রিতো। ৫৩ রান করে বিদায় নিতে হয় তাকে। পরবর্তীতে আকাশের ব্যাটে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিং তোপে দুইশ রান ছুঁতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন সানুল বীরারত্নে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আকাশ। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন সিয়াম, মোহাম্মদ নুবায়েত আলম, আকাশ রয় ও রাকিবুল।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ : ১৭৯/১০ (৪৫.১ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ : ১৮১/৫ (৩৮.৫ ওভার)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট