Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের দাপুটে সিরিজ জয়

Bangladesh win series in South Africa
এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের সিরিজ হারাল টাইগার যুবারা। ছবি- বিসিবি

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের ঘরের মাটিতেই সিরিজ হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগার যুবারা। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছে অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

শনিবার (১৯ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বেনোনির উইলোমোর পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৯০ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই যুবা অধিনায়ক।


আরও পড়ুন:

» বোলার হিসেবে মিরপুরে খেললে ক্যারিয়ারের আরো উন্নতি হতো : লিটন

» বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে আরো শক্তিশালী : পাকিস্তান অধিনায়ক


বাংলাদেশের হয়ে আজও ফিফটি জাওয়াদ আবরার ও রিজান হোসেন। জাওয়াদ ৫৩ বলে ১ চার ও ৬ ছক্কার মারে ৫৭ রান এবং রিজান ৭১ বলে ৪ চারের মারে ৫২ রান করেন। এছাড়া রাতুল ২০ বলে ২৫, ফয়সাল ১১ বলে ১৪ এবং ফাহাদ ৭ বলে ১৫ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট শিকার করেন কর্নে বোথা ও পল জেমস। এছাড়া একটি করে উইকেট নেন জেজে বেসন।

জবাবে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে ১৬১ রান তুলে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি তুলে নেন জেসন রাউলস। ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৫১ রান করেন তিনি। এছাড়া কেমো ফিরি ২০ এবং কর্নে বোথা ২৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ২২ জুলাই মাঠে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৬৫/২ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৬১/১০ (৩০.২ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট