Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়

বাংলাদেশ টেস্ট দল
ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথম টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধান ও ৪৭ রানে ম্যাচ হেরে যায় আয়ারল্যান্ড।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের জয়ের অনেকটা দ্বারপ্রান্তেই ছিল। কেননা প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করার পর বাংলাদেশ ব্যাটিং-এ নেমে দুর্দান্ত সূচনা করে। মাহমুদুল হাসান জয়ের ১৭১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ১০০ এবং সাদমান, মুমিনুল, লিটনের ফিফটিতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডকে ব্যাটিং এ পাঠানো হয়। কিন্তু শুরুতেই আইরিশরা বিশাল ধাক্কা খায়। বাংলাদেশ বোলিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে। শেষ সেশনেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ফলে তৃতীয় দিন শেষেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা।

চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ অনেকটা নির্ভার থাকলেও চাপে ছিল আয়ারল্যান্ড। এদিন তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বড় রান করতে না পারলেও নিচের সারির ব্যাটসম্যানরা যথেষ্ট চেষ্টা করেছে। শেষের দিকের ব্যাটসম্যানরা দুটো পঞ্চাশোর্ধ পার্টনারশিপও গড়ে। তবুও শেষ রক্ষা হয়নি তাদের। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনেই চা বিরতিতে যাওয়ার আগেই ২৫৪ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।



বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট সংগ্রহ করে অভিষিক্ত বোলার হাসান মুরাদ। এছাড়া তাইজুল ইসলাম তিনটি এবং নাহিদ রানা দুইটি উইকেট শিকার করেন। এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ফলাফল: বাংলাদেশ ইনিংস ব্যবধান ও ৪৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান জয়

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট