Connect with us
ক্রিকেট

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশাবাদী লঙ্কান ক্রিকেটার

Bangladesh team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

ওয়ানডে ক্রিকেটে সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টানা ৭ ম্যাচে হারের পর অষ্টম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। তবে তারপর আবারও পরাজয়ের মুখোমুখি হল লাল-সবুজের প্রতিনিধিরা। এতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ।

গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগারদের ৯৯ রানে হারানোর ম্যাচে লঙ্কানদের হয়ে দারুন এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যেখানে তিনি প্রশংসা করেছেন বাংলাদেশ দলের। আর ট্রানজিশন পিরিয়ড শেষ করে দ্রুত টাইগারদের ফিরে আসা প্রত্যাশা করছেন তিনি।

 

সাংবাদিকদের সামনে কুশল বলেছেন, ‘বাংলাদেশ দল টেস্ট খেলুড়ে দল, ভালো একটি দল। তারা এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের বেশ ভালো একটি দল আছে, যা দিয়ে শীঘ্রই ট্রানজিশন পিরিয়ড উতরে নিজেদের জায়গায় যাওয়ার মত ক্ষমতা রাখে।’


আরও পড়ুন:

» পেদ্রোর নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

» সেমিতে রিয়াল-পিএসজি ম্যাচসহ আজকের খেলা (৯ জুলাই ২৫)


এদিন আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় সংগ্রহ করার শ্রীলঙ্কা। ১১৪ বলে এদিন শ্রীলঙ্কার হয়ে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন কুশল মেন্ডিস। হাঁকিয়েছেন ১৮ বাউন্ডারি। আর রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮৫ রানে। এতে সিরিজ পরাজিত হলো মেহেদী মিরাজের দল।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট