
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দক্ষিণ এশিয়ার এই যুব চ্যাম্পিয়নশিপ খেলতে আজ ভারতের অরুণাচল যাওয়ার কথা রয়েছে দলটির। যেখানে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার।
এই টুর্নামেন্ট সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। যার মধ্যে ৩১ ফুটবলার যোগ দিয়েছিলেন অনুশীলন ক্যাম্পে। এর মধ্যে ৩ জন ছিলেন প্রবাসী ফুটবলার। যেখান থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড ক্লাবে খেলা আলোচিত নাম এলমান মতিন। তবে দলে সুযোগ পেয়েছেন ইতালি প্রবাসী আব্দুল কাদির ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফার্জাদ আফতাব।
গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মতিন। সেই ধাপ পেরিয়ে যুব সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলেও জায়গা করে নেন এই ফুটবলার। তবে টুর্নামেন্টের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। মতিনের বাদ পড়া নিয়ে কোচ ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’
আরও পড়ুন:
» রিয়ালের সঙ্গে আনচেলত্তির সমঝোতা, কবে যোগ দেবেন ব্রাজিলে?
» বার্সেলোনার সেমিফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৬ মে ২৫)
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৯ই মে ভারতের অরুণাচল প্রদেশে। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে যুবাদের প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে।
সাফের বয়সভিত্তিক এই আসরটি গত বছর অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে। নেপালে অনুষ্ঠিত ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারোও শিরোপা ধরে রাখার বিষয়ে আশাবাদি দলটির কোচ গোলাম রব্বানি ছোটন। সেই লক্ষ্যে আজ সকালে ঢাকা ছাড়বে বাংলাদেশ যুব দল।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/এফএএস
