ওয়ানডে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ। এবার সেই জয়ের ধারা বজায় রাখতে প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর।
রোববার দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। পুরোনো রেল ইঞ্জিনের সামনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ একসঙ্গে ট্রফি হাতে ছবি তোলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবারও ট্রফি উন্মোচনের জন্য বেছে নেওয়া হয় দেশের ঐতিহাসিক স্থান। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছিল ঢাকার লালবাগ কেল্লায়।
এবারের সিরিজে ঘরের মাঠে টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে দলটির পারফরম্যান্স বেশ ভালো। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়ে দারুণ ছন্দে আছে টাইগাররা।
দলে খুব বেশি পরিবর্তন আসেনি। আগের সিরিজে দলে না থাকা লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন দলকে। ওপেনিংয়ে থাকবেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক। শেষদিকে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারী।
বোলিংয়ে নতুন বলে দেখা যেতে পারে শেখ মেহেদি হাসানকে। সঙ্গে থাকবেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব খেলবেন। উইকেটে সুইং থাকলে সুযোগ মিলতে পারে শরিফুল ইসলামেরও।
অন্যদিকে, টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ হেরে চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নতুন করে জয়ের ধারায় ফিরতে চায় তারা। দলের নেতৃত্বে আছেন শাই হোপ। ওপেনিংয়ে তার সঙ্গে থাকবেন ব্রেন্ডন কিং। মিডল অর্ডারে অ্যালিক আথানাজে, আকিম অগাস্টে ও আমির জাঙ্গু। ফিনিশিংয়ে দেখা যাবে রোভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ডকে। বোলিং আক্রমণে থাকছেন জেসন হোল্ডার, জাইডেন সিলস ও স্পিনার আকিল হোসেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/টিএ