
চলতি বছরের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ দল। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আগস্টে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার (২৩ জুলাই) জাতীয় দল কমিটির সভায় বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
এফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে সি গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভিয়েতনামসহ রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৩ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
» প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে যুবারা
» বাংলাদেশ দলে ইরানের কোচ নিয়োগ দিল বাফুফে
তবে এই টুর্নামেন্টের জন্য এখনো অনূর্ধ্ব-২৩ দলের জন্য এখনো কোচ নিয়োগ দিতে পারেনি বাফুফে। সম্প্রতি মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলে জাতীয় দলের কোচ পিটার বাটলার। একইভাবে ছেলেদের এই বাছাইপর্বেও অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেওয়ার কথা জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার। এর আগে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু এবার আর দায়িত্ব নেওয়ার সুযোগ নেই এই স্প্যানিশ কোচের।
মূলত সেপ্টেম্বরে জাতীয় দল নিয়ে ব্যস্ত সময় কাটাবেন কাবরেরা। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দলের ফুটবলাররা। আর এ কারণেই অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেওয়ার সুযোগ নেই কাবরেরা।
কাবরেরার সুযোগ না থাকায় আপাতম দেশি কোচের পথেই হাঁটছে বাফুফের। ইতোমধ্যে অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার জন্য মারুফুল হক, জুলফিকার আলী মিন্টু ও মাসুদ কায়সার পারভেজকে প্রস্তাব দিয়েছে বাফুফে। কিন্তু তারা কেউই এই প্রস্তাবে রাজি হননি। তবে শেষ পর্যন্ত এই দলের দায়িত্ব উঠতে পারে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কাঁধে।
এদিকে অনূর্ধ্ব-২৩ দলের জন্য বাফুফের ভাবনায় আছেন ফাহামিদুল ইসলাম ও কিউবা মিচেল। অনূর্ধ্ব-২৩ দলে খেললে সেপ্টেম্বরে জাতীয় দলের খেলা মিস করবেন তিনি। অন্যদিকে বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। এছাড়া জুনের শেষদিকে ঢাকায় ট্রায়াল দিতে আসা কয়েকজন প্রবাসী ফুটবলারও অনূর্ধ্ব-২৩ দলের পরিকল্পনায় আছেন।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি
