নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট সামনে রেখে নিজেদের যথাযথ প্রস্তুত করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাই ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাফুফে।
এশিয়ান কাপে খেলার জন্য নিজেদের পর্যাপ্ত প্রস্তুত করে নিতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা বাংলাদেশ নারী ফুটবল দলের। সেই প্রেক্ষিতে গত মাসে থাইল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ের ৫৩তম ধাপে থাকা দলের সামনে টিকতে পারেনি ১০৪তম স্থানে থাকা বাংলাদেশ।
এবার ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪তম স্থানে থাকা আজারবাইজান ও ৯২তম ধাপের মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। চলতি মাসেই শুরু হতে যাওয়া এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবেন একটি করে মোট দুটি ম্যাচ।
আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে আফঈদা খন্দকাররা। ম্যাচ দুটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা দল জিতবে শিরোপা।
এদিকে এর আগে চলতি বছরের জুলাইয়ে মিয়ানমারের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে খেলা তিন ম্যাচের সবকটিতে জিতে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে তারা পরাজিত করেছে বাহারাইন, তুর্কেমেনিস্তান ও শক্তিশালী মিয়ানমারকে।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল আসর। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ফিফা বিশ্বকাপের ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল খেলা দল যথাক্রমে চীন ও উত্তর কোরিয়া। এছাড়াও ঋতুপর্ণাদের গ্রুপে তৃতীয় দল হিসেবে আছে উজবেকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরবর্তী রাউন্ডে।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এফএএস