
চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ভারত ও শ্রীলঙ্কার চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচেই টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোও প্রস্তুতি ম্যাচ খেলবে।
আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বো ক্রিকেট ক্লাবে। বাংলাদেশ সময় বিকাল ৩ টায় শুরু হবে ম্যাচগুলো।
আরও পড়ুন:
» ভুটানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ
» যে কারণে দলে সাকিবকে মিস করছেন কোচ সালাউদ্দিন
আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ ছাড়াও বেঙ্গালুরুর দুই ভেন্যুতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং ভারত-নিউজিল্যান্ড। এছাড়া ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ‘এ’ দল।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে রবি রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দলই একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি
