ভারতের কোনো ভেন্যুতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তার ঘাটতি এবং প্রতিকূল পরিবেশের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে খেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইসিসি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করবো না।
ইন্ডিয়া মানেই ইন্ডিয়া
কলকাতার পরিবর্তে ভারতের অন্য কোনো রাজ্যে (যেমন কেরালা) খেলার সম্ভাবনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বেশ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। আমরা তো শুধু কলকাতা বলি নাই, আমরা পুরো ইন্ডিয়ার কথা বলছি। ভেন্যু পরিবর্তন করে যদি শ্রীলঙ্কায় নেওয়া হয়, তবেই কেবল কোনো সমস্যা নেই।
নিরাপত্তার অভাব ও সাম্প্রদায়িক শক্তির প্রভাব
উপদেষ্টা অভিযোগ করেন যে, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য উপযুক্ত খেলার পরিবেশ নেই। তিনি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করে বলেন, আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা- পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলানোর পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড- একটা ন্যাশনাল অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে, আমি বুঝলাম না।
তিনি আরও জানান, আইসিসি-র নিজস্ব সিকিউরিটি টিমের চিঠিতেও সেখানে খেলার পরিবেশ না থাকার বিষয়টি উঠে এসেছে, যার অনুলিপি খুব শিগগিরই প্রকাশ করা হবে। এটাই তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/N/A
