Connect with us
ক্রিকেট

ফাইনাল ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

Ban vs Sri u19 women match
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি- বিসিবি

কক্সবাজারে চলছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে খেলা চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে এর আগে লঙ্কানদের বিপক্ষে খেলা দুই ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। যার মধ্যে শেষ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে ১ রানে জয় পেয়েছিল রাবেয়া-সুমাইয়ারা।

ত্রিদেশীয় সিরিজে কেবল পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এছাড়া তাদের বিপক্ষে অপর ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। অন্যদিকে গোটা সিরিজে জয়ের দেখা পায়নি পাকিস্তান। এতে করে মাত্র এক ম্যাচ জিতেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দল।



সিরিজে ব্যক্তিগত পারফরমেন্সে অবশ্য ভালো করেছেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কিছু খেলোয়াড়। এখন পর্যন্ত ৫৮ গড়ের সর্বোচ্চ ১১৬ রান করেছেন শ্রীলঙ্কার ভিশমি গুনারথনা। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ রান করেছেন পাকিস্তানি সুমাইয়া আফসার। তবে বোলিংয়ে ৩ ম্যাচে ৫ উইকেট শিকার করে সবথেকে এগিয়ে আছেন বাংলাদেশের রাবেয়া খাতুন।

আরও পড়ুন: মেসির ইন্টার মায়ামির জালে আল-নাসরের ‘হাফ ডজন’ গোল

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট