Connect with us
ফুটবল

সাফের ফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ, দেখবেন যেভাবে

SAFF
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আবারো সেই ছাদখোলা বাসে অভ্যর্থনা পাবেন সাবিনা-মারিয়ারা? এই শিরোপা থেকে এক ম্যাচ দূরে লাল-সবুজের বাঘিনীরা।

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনেল নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি দেখাবে না। তবে ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমজমাট ম্যাচটি। খেলা সরাসরি দেখতে চোখ রাখুন ইউটিউবের এই চ্যানেলে।



এর আগে সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর ভারতকে হারিয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নেয় নেপাল।

এর আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ড্র করে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

গতবার প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশ। সেবার হেরেছিল নেপাল। আজ নেপালের সামনে প্রথম ও বাংলাদেশের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।

আরও পড়ুন: মালদ্বীপের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নাম নেই জামালের

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement

Focus

More in ফুটবল