Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

Bangladesh whitewashed Afghanistan in the T20 series.
প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। ছবি- বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। তাতে ৭ বছর আগের হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। হোয়াইওয়াশের ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে দেড়শোর আগেই আটকে দেয় টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।



দলের পক্ষে জয়সূচক ইনিংস খেলেন সাইফ হাসান। দলীয় সর্বোচ্চ ৩৮ বলে ৬৪ রান করেন তিনি। ২ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার। ৩৩ রান করেন ওপেনার তানজিদ তামিম। ৩৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৪, জাকের আলী ১১ বলে ১০ এবং নুরুল হাসান সোহান ৯ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন।

Saif Hasan

৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। ছবি- সংগৃহীত 

আফগানিস্তানের পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন মুজিব উর রহমান। এছাড়া একটি করে উইকেটের দেখা পান আজমতউল্লাহ ওমরজাই ও আব্দুল্লাহ আহমদজাই।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩২ রান করেন দ্বরবেশ রাসুলী। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২৮ রান করেন সেদিকুল্লাহ আতল। এছাড়া মুজিব ১৮ বলে ২৩ রহমানউল্লাহ গুরবাজ ১২, রশিদ খান ১২ এবং ওয়াফিউল্লাহ তারাখিল ১১ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। তানজিম সাকিব ও নাসুম ৪ ওভারে সমান ২৪ রান খরচ করে ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান: ১৪৩/৯ (২০ ওভার)

বাংলাদেশ: ১৪৪/ (১৮ ওভার)

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট