Connect with us
ক্রিকেট

মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে আছে সর্বোচ্চ ২০০০ টাকার পর্যন্ত টিকিট।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে আগামী ২৭ অক্টোবর।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ওয়েস্টের টিকিটও পাওয়া যাবে ২,০০০ টাকায়। রুফ টপ ইস্ট প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দাম ২,০০০ টাকা। রুফ টপ ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ডের টিকিটও ২,০০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা। আর ইস্টার্ন গ্যালারির টিকিট কিনতে লাগবে ২০০ টাকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এর সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডেতে অবস্থা খুবই খারাপ বাংলাদেশের। সাদা বলের এই সংস্করণে ১৫ ম্যাচের মধ্যে কেবল ৩ ম্যাচ জিতেছে। ৭৬ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ।



তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ টিকিট বিক্রি হবে অনলাইনে। দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট