Connect with us
ক্রিকেট

হঠাৎ পরিবর্তন হলো বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

bangladesh vs west indies
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

আফগানিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেশের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ চলাকালীন প্রকাশ করা হয়েছিল সিরিজের সূচি। তবে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে ম্যাচগুলোর তারিখে।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচ। তবে পরিবর্তন এসেছে তিনটি ম্যাচের তারিখে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সূচি পরিবর্তনের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনা করে সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের তিন ওয়ানডে। কিন্তু নতুন সূচিতে বদলে গেছে দ্বিতীয় ওয়ানডের তারিখ। এখন ২০ অক্টোবরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। তিনটি ওয়ানডেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে।



টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর, আর তৃতীয় ম্যাচের তারিখ অপরিবর্তিত রয়েছে। তিনটি টি–টোয়েন্টিই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন তারা খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ–আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফিরলে ১৫ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দল আসবে বাংলাদেশে।

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচি

ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম ওয়ানডে  ১৮ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি সিরিজের সূচি

ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম টি–টিয়েন্টি ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম
দ্বিতীয় টি–টোয়েন্টি ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম
তৃতীয় টি–টোয়েন্টি ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম

 

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট