Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

Bangladesh-West Indies ODI and T20 series schedule announced
নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ছবি-সংগৃহীত

বাইশ গজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। বছরের বাকি সময়টাতে খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। সদ্য সমাপ্ত হয়েছে লিটনদের এশিয়া কাপ মিশন। এবার আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে লাল-সবুজের দল।

আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজটি অনুষ্ঠিত হবে দু’টি ভেন্যুতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।



আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের মাটিতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ১৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে এবং দুইদিন বিরতি দিয়ে ২৩ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৮ ও ৩১ অক্টোবর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর

প্রথম টি-টোয়েন্টি: ২৬ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৮ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট