
গত মাসে মিয়ানমারের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারের পাশাপাশি বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারের হাত ধরেই এসেছিল এই সাফল্য। এবার এই ইংলিশ কোচের অধীনে আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা।
লাওসে চলছে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের এইচ গ্রুপের ম্যাচ। যেখানে স্বাগতিকদের পাশাপাশি রয়েছে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। এশিয়ান কাপ বাছাইপর্বে জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ দলের নারীরাও দুর্দান্ত শুরু পেয়েছে। বাছাইপর্বের তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতেই জয় তুলে নিয়েছে তারা। প্রথমবারের মতো এই বয়সভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা অর্জনের শেষ জয় বা ড্র প্রয়োজন আফঈদাদের।
আজ শুক্রবার (৮ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলার মেয়েরা। এতে দুই ম্যাচে মূল্যবান ৬ পয়েন্ট পেয়েছে আফঈদারা। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই কিংবা ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৯-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক লাওসকে ১-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে বাংলাদেশ গোল করে ১১টি এবং হজম করেছে ১টি। আর দক্ষিণ কোরিয়া গোল করেছে ১০, বিপরীতে কোনো গোল হজম করেনি। তাই দুই দলের গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ এক গোল বেশি করায় সমান ৬ পয়েন্ট নিয়েও টেবিলের শীর্ষে অবস্থান করছে। তাই শেষ ম্যাচে জয় বা ড্র পেলেই ইতিহাস গড়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপে খেলতে পারবে লাল-সবুজের দল।
তবে শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া। তাই বাংলাদেশের বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নামবে তারা। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সম্মান নিয়ে মাঠ ছাড়তে চান দলের কোচ পিটার বাটলার।
পূর্ব তিমুরকে হারানোর পর বাটলার বলেন, ‘শেষ ম্যাচে আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। দারুণ গোছানো ও মানসম্পন্ন একটি দল। তবে কোরিয়ার বিপক্ষে খেলার ফলাফল যাই হোক না কেন, আমরা চাই সম্মান নিয়ে মাঠ ছাড়তে। সবকিছু এখন আমাদের হাতে। শেষ ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’
আগামী রোববার (১০ আগস্ট) ইতিহাস গড়ার লক্ষ্যে বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি
