
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে অন্যতম সফল দল বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ ২টি শিরোপা জিতেছে বাঘিনীরা। তবে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে এখনো খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। তবে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ আছে দলটির সামনে। বাছাইপর্ব উতরাতে পারলেই মিলবে সেই টিকিট।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে বাছাইপর্বের লড়াই। যেখানে সি গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
ইতোমধ্যে বাহরাইন বাধা উতরে গেছেন বাংলাদেশের মেয়েরা। গত ২৯ জুন বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বাছাই অভিযান শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। তবে এবার বাংলাদেশের সামনে শক্তিশালী মিয়ানমার।
আরও পড়ুন:
» রেকর্ড সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে উত্থান মান্ধানার, এগোলেন জ্যোতিও
» পরপারে থাকা ভাইকে গোল উৎসর্গ করলেন ঋতুপর্না
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। তাছাড়া ম্যাচগুলো হচ্ছে তাদের ঘরের মাঠে। তাই তাদেরকে হারানো মোটেও সহজ হবে না। তবে প্রথম ম্যাচে বড় জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এবার শক্তিশালী মিয়ানমারের বিপক্ষেও সফল হতে চান ঋতুপর্ণারা।
এ বিষয়ে বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমাদের প্রথম ম্যাচে আমরা ভালো ফলাফল আদায় করে নিয়েছি। এখন আমরা মিয়ানমারের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ম্যাচের জন্য কোচ যে দিকনির্দেশনাগুলো দেবেন, সেগুলো কাজে লাগিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে মিয়ানমার। তবে র্যাঙ্কিং নিয়ে ভাবছেন না দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি বলেন, ‘মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি খুব কঠিন হবে। তাদের র্যাঙ্কিং ৫৫। তবে আমি র্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমাদের মেয়েরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে, তাহলে আমরা ভালো ফলাফল পাবো।’
আগামীকাল (২ জুলাই) বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই মূল পর্বের টিকিট অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে ড্র করতে পারলেও মূল পর্বের আশা বেঁচে থাকবে।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি
