
আসন্ন মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পাড়ি দিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এবার সেই সিরিজের সূচিও জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আরও পড়ুন
» ‘ট্রফি না জিতলে ৫-৬শ রান করে কী লাভ!’ জবাব দিলেন রোহিত
» উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো চেলসি
এদিকে, মে মাসের শেষ দিকে শুরু হতে চলেছে পাকিস্তান সফর। সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন, লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের সব ম্যাচই নির্ধারিত হয়েছে রাত ৯টায়, বাংলাদেশ সময় অনুযায়ী।
এই দুটি সিরিজকে সামনে রেখে প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, ৫ মে থেকে শুরু হতে পারে এই অনুশীলন ক্যাম্প। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। ক্যাম্পটি চলবে প্রায় ৮ থেকে ১০ দিন।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/এসএ/এনজি
