Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান : এক নজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

Bangladesh vs Pakistan__T20 series schedule at a glance
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- পিসিবি

বাইশ গজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। গত এপ্রিল-মে তে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। তবে শ্রীলঙ্কা সফর শেষেও বিশ্রামের সুযোগ নেই লিটনদের। দেশে ফিরেই পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে টাইগাররা।

চলতি মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।

আগামী ২০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

আরও পড়ুন:

» অবশেষে পাওয়া গেল পাকিস্তান সিরিজের সম্প্রচারক চ্যানেল

» বাবর-রিজওয়ান-শাহিনকে বাংলাদেশে আনছে না পাকিস্তান 

বাংলাদেশ সফরের জন্য গত মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে এখনো বাংলাদেশের স্কোয়াড ঘোষণা বাকি। লিটন দাসের নেতৃত্বে এখন শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এই সিরিজ শেষেই ঘোষণা করা হতে পারে পাকিস্তান সিরিজের দল। আগামী ১৬ জুলাই শেষ হবে লঙ্কা সিরিজ।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর পালা লিটনদের।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :

 তারিখ   ম্যাচ   ভেন্যু   সময় 
 ২০ জুলাই  প্রথম টি-টোয়েন্টি  মিরপুর  সন্ধ্যা ৬টা
 ২২ জুলাই  দ্বিতীয় টি-টোয়েন্টি  মিরপুর  সন্ধ্যা ৬টা
 ২৪ জুলাই  তৃতীয় টি-টোয়েন্টি  মিরপুর  সন্ধ্যা ৬টা

প্রসঙ্গত, পাকিস্তান সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের। পূর্ণ মেয়াদের অধিনায়ক হিসেবে বাংলাদেশকে ২টি টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুটোই ছিল বিদেশের মাটিতে এবং দুটোতেই সঙ্গী ছিল হার। এবার শ্রীলঙ্কার মাটিতে তার নেতৃত্বে তৃতীয় সিরিজ খেলছে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট