Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড : একনজরে টেস্ট ও টি-২০ সিরিজের সময়সূচি

Bangladesh t20 and test cricket
বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট। ছবি- সংগৃহীত

লম্বা বিরতির পর আবারো লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। মাঝের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের ব্যস্ততায় টেস্ট ক্রিকেট থেকে অনেকটাই দূরে ছিল টাইগাররা। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরপর আইরিশদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।

আগামী ১১ নভেম্বর থেকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের নেতৃত্বে পুনরায় ফেরানো হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচ খেলতে ১৯ নভেম্বর মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ। 

সাদা পোশাকের ক্রিকেট শেষে আবারো রঙিন জার্সিতে ফিরবে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই দফায় খেলা হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরমেটের ম্যাচগুলো যথাক্রমে আয়োজন হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচের জন্য ক্রিকেটাররা আবার ফিরবেন মিরপুরে।



একনজরে আয়ারল্যান্ড সিরিজে সকল ম্যাচের সময়সূচি:

ম্যাচ  তারিখ ভেন্যু সময়
প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেট সকাল ১০টায়
দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর মিরপুর সকাল ১০টায়
প্রথম টি-২০ ২৭ নভেম্বর চট্টগ্রাম সন্ধ্যা ৬টায়
দ্বিতীয় টি-২০ ২৯ নভেম্বর চট্টগ্রাম সন্ধ্যা ৬টায়
তৃতীয় টি-২০ ২ ডিসেম্বর মিরপুর সন্ধ্যা ৬টায়

উল্লেখ্য, বাংলাদেশ নিজেদের খেলা সর্বশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মাটিতে পরাজিত হয়েছিল ১-০ ব্যবধানে। এছাড়া ঘরের মাঠে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে ধরাসায়ী হয়েছে টাইগাররা। নিজেদের বাজে সময় কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট