
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
বাংলাদেশ শুরু থেকেই দারুণ বোলিংয়ে স্বাগতিকদের চাপে রাখলেও একপ্রাপ্ত আগলে রেখে ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশাল মেন্ডিস। ফলে কিছুটা চাপে পড়েছে টিম বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুশাল মেন্ডিস ৭৬ বলে ৬৭ রান করে অপরাজিত রয়েছেন। আর ৪১ বলে ৪০ রান করে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন চারিথ আসালাঙ্কা।
আরও পড়ুন:
» সৌদি আরবের আল আহলি দলে ভেড়াচ্ছে মেসিকে?
» লঙ্কায় হাতছানি দিচ্ছে ইতিহাস, পারবেন তো মিরাজরা?
এর আগে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন তানভীর ইসলাম। দলীয় মাত্র ১৩ রানের মাথায় ওপেনার মাদুশঙ্কাকে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান তিনি। এরপর কুশাল মেন্ডিস নিশাঙ্কার সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার চেষ্টা করলেও, সেই জুটিও ভাঙেন তানভীর।
১০০ রান পূর্ণ হওয়ার আগেই শ্রীলঙ্কা তাদের টপ-অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। যদিও এক প্রান্ত আগলে রেখে কুশাল মেন্ডিস দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন। এটি তার টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তবে আগের ম্যাচে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি।
লঙ্কানদের এই পর্যন্ত পড়া তিন উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন তানভীর, এবং একটি উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে আসালাঙ্কাকে নিয়ে কুশাল মেন্ডিস প্রতিরোধের চেষ্টা করছেন।
বাংলাদেশ এর আগে ২০১৩ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে দুটি ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার তাদের সামনে সোনালী সুযোগ, এই ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে টাইগাররা।
দিবারাত্রির এই ম্যাচ খেলার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ দল, তবে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করে প্রস্তুতি সেরেছে তারা। দুই বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা মিরাজসহ দলের আরও ছয়জন ক্রিকেটারের আছে, যা তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
