
শেষ হলো জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের খেলা। আজ (শুক্রবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যুবারা।
গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় এতদিন শীর্ষস্থান ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। এবার জিম্বাবুয়েকে হারিয়ে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। ছয় ম্যাচে পাঁচ জয়ে টাইগার যুবাদের পয়েন্ট ১০। আর দুইয়ে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮। তবে স্বাগতিক জিম্বাবুয়ে একটি ম্যাচেও জয় পায়নি।
এদিন হারারেতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন রিফাত বেগ৷ ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কার মারে ইনিংসটির সাজান এই ওপেনার। তবে রিফাত ছাড়া আর কেউ ফিফটি রানের মাইলফলক ছুঁতে পারেননি।
অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৩৪ রান। মিডলে দুই ব্যাটার রিজান হোসেন ৩০ এবং মোহাম্মদ আব্দুল্লাহ ৩৭ রান করেন। এছাড়া ফরিদ হাসান ৩৮ এবং শেষদিকে দেবাশীষ সরকার ১৩ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৩৪ রানের বিধ্বংসী ক্যামিও খেলে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন শেলটন মাজভিতরেরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর নিয়মিত বিরতিতে বাকি উইকেটগুলো হারিয়ে ১২৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন বেনি জুজে। এছাড়া ৩০ রান আসে মাইকেল বিলিগনটের ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন। এছাড়া আল-আমিন ২টি এবং সানজিদ মজুমদার ও রাফি একটি করে উইকেট নেন।
আগামী রোববার (১০ আগস্ট) শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। হারারেতে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি
