Connect with us
ক্রিকেট

দুই ফরমেটের সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ

Bangladesh vs India women cricket
বাংলাদেশ বনাম ভারত নারী ক্রিকেট। ছবি- সংগৃহীত

গতকাল রাতেই সর্বোচ্চ সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এবার সেই ভারতের মাটিতেই দুই ফরমেটের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরে ভারত সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

এক প্রতিবেদনে জানানো হয় আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’



ভারত সফরে সিরিজের সূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ধারণা করা হচ্ছে সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা এবং কটকে। এর আগে পুরুষ দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও রাজনৈতিক বৈধতার কারণে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করেছিল বিসিসিআই।

উল্লেখ্য, চলমান নারী বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে কেবল এক ম্যাচ জিতে বাদ পড়েছে বাংলাদেশ। আর সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারত। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে চলমান এই টুর্নামেন্টের মেগা ফাইনাল।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট