Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh to play tomorrow with the aim of whitewashing Pakistan
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি- পিসিবি

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে পাকিস্তানকে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০১৫ সালে এই মিরপুরেই পাকিস্তানকে প্রথমবারের মতো ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজে একমাত্র টি-টোয়েন্টিতেও জয় তুলে নিয়েছিল টাইগাররা।

আরও পড়ুন:

» সিরিজ জেতায় লিটনদের অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

» হাতছানি দিচ্ছে বড় সুখবর, এবার দরকার হোয়াইটওয়াশ 

ঐতিহাসিক সেই সিরিজ জয়ের ৯ বছরেরও বেশি সময় পর পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তবে এটা ছিল আরও বিশেষ। কেননা টেস্টে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজমুল হোশেন শান্তর নেতৃত্বে ২-০ তে জয় পায় বাংলাদেশ।

পাকিস্তানের মাটিতে সেই ঐতিহাসিক সিরিজ জয়ের বছরখানেক পরেই টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লেখার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ইতোমধ্যে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। এবার শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ করতে পারলেই নতুন ইতিহাস লিখবে লিটনের নেতৃত্বাধীন দলটি।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর গতকাল (২২ জুলাই) সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৮ রানে জয় পায় টাইগাররা। মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ১২৫ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট