 
																												
														
														
													চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে একটাই লক্ষ্য ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানো।
এর আগে ওয়ানডে সিরিজ জিতে জয়ের আত্নবিশ্বাস নিয়ে চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ফরম্যাট বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে খেলোয়াড়দের পারফরম্যান্সও। প্রথম দুই ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে লিটন দাসের দল। উইন্ডিজ বোলারদের সামনে শুরু থেকেই ব্যাটাররা অসহায়ত্বের পরিচয় দিয়েছেন। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ তামিম, লিটন, সাইফ কিংবা তাওহিদ হৃদয় সবাই শুরুতে ভালো কিছু ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার তানজিদ তামিম ফিফটি পেলেও বাংলাদেশ ১৪ রানে ম্যাচটি হেরে যায়।
সিরিজের শেষ ম্যাচে তাই মূল চাপ থাকবে ব্যাটিং ইউনিটের ওপর। কোচিং স্টাফও চাইছেন ব্যাটাররা যেন দায়িত্ব নিয়ে খেলেন। মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, জাকের আলি বা নুরুল হাসান সোহান যেই নামুক, সবাই যেন দায়িত্ব নিয়ে খেলে। টি–টোয়েন্টিতে অনেকসময় এক-দুইটা বড় জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটাই এখন বাংলাদেশ দলের প্রত্যাশা। বোলিং ইউনিট বরাবরের মতই ভালো পারফরম্যান্স করে যাচ্ছে।
এছাড়া চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হলেও সন্ধ্যার দিকে শিশির ভূমিকা রাখতে পারে। তাই টস জেতা গুরুত্বপূর্ণ। আগে ব্যাট করলে অন্তত ১৬০–১৭০ রান তুলতে হবে, এমন লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তারা। ব্যাটসম্যান-বোলার সবাই যথেষ্ট ছন্দে রয়েছে। তাদের লক্ষ্য এখন সিরিজটা ৩–০ ব্যবধানে শেষ করা।
বাংলাদেশের জন্য এই ম্যাচ অনেকটা সম্মান রক্ষার লড়াই। কেননা এর আগে আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাটিতে তাই ধবলধোলাই এড়ানোর চেষ্টাই থাকবে সাইফ-লিটনদের।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/টিএ
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	