
অস্ট্রেলিয়ার ডারউইনে আগামীকাল (১৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ২০২৫ আসর। যেখানে এবার অংশ নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে কাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে টাইগার প্রতিনিধিরা। পাকিস্তানের ‘এ’ দল- পাকিস্তান শাহীনসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে গত আসরের রানার্সআপরা।
সবশেষ আসরে অংশ নিয়েছিল তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। তবে এবার ‘এ’ দল অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে গড়া হয়েছে। যেখানে অভিজ্ঞদের মধ্যে আরো আছেন নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা।
এছাড়া তরুণদের মধ্যে আছেন জিশান আলম, মাহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান ও রিপন মন্ডল মতো ক্রিকেটাররা। এদের মধ্যে জিশান আলম, আফিফ হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান ও রিপন মন্ডল গত আসরেও খেলেছেন।
টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিটাও দারুণ হয়েছে বাংলাদেশের। গত সোমবার (১১ আগস্ট) একটি প্রস্তুতি ম্যাচে স্থানীয় ডিআই একাদশের বিপক্ষে ৩৭ রানে জয় পেয়েছে সোহানরা। এবার মূল পর্বের শুরুটাও জয়ে রাঙানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগার প্রতিনিধিরা।
অবশ্য গত আসরেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। সেই ম্যাচে আকবর আলীদের ৩ উইকেটে হারিয়েছিল মোহাম্মদ হারিসের দল। যদিও ফাইনালে খেলেছিল বাংলাদেশ, আর পাকিস্তান ছিটকে যায় সেমিফাইনাল থেকে।
আগামীকাল (১৪ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট লিগ পর্বের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/বিটি
