
গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ব্যস্ত সূচি কারণে পিছিয়ে যায় সিরিজটি। অবশেষে সেই সিরিজের অংশ হিসেবে চলতি বছর সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এশিয়া কাপের পরেই সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে ৮ দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ। এরপর ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। এশিয়া কাপ শেষেই মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ।
আগামী ২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ৩ ও ৫ অক্টোবর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
টি-টোয়েটি সিরিজ শেষে আবুধাবিতে পাড়িতে জমাবে দুই দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ৮ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে সিরিজের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি :
টি-টোয়েন্টি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (বাংলাদেশ) |
২ অক্টোবর | প্রথম টি-টোয়েন্টি | শারজাহ | রাত ৯টা |
৩ অক্টোবর | দ্বিতীয় টি-টোয়েন্টি | শারজাহ | রাত ৯টা |
৫ অক্টোবর | তৃতীয় টি-টোয়েন্টি | শারজাহ | রাত ৯টা |
ওয়ানডে
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (বাংলাদেশ) |
৮ অক্টোবর | প্রথম ওয়ানডে | আবুধাবি | বিকাল ৪টা |
১১ অক্টোবর | দ্বিতীয় ওয়ানডে | আবুধাবি | বিকাল ৪টা |
১৪ অক্টোবর | তৃতীয় ওয়ানডে | আবুধাবি | বিকাল ৪টা |
আসন্ন এই সিরিজের আগে এশিয়া কাপেও মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একই গ্রুপে পড়েছে দুই দল। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে খেলবেন লিটনরা।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি
