Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

BD t-20 team
নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ভারতের বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে আইসিসি গ্রুপিং ও পূর্ণ সূচি প্রকাশ করেছে।

যেখানে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের দুই ম্যাচও একই ভেন্যুতে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে।



গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা পাবে সুপার এইটে। তবে তার আগে বিশ্বকাপে ভারতের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বাংলাদেশ দল ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে। বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ শুরুর আগেই দল বেঙ্গালুরু যাবে এবং সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

এদিকে বিপিএল চলাকালীন জাতীয় দলের পেসারদের ওয়ার্কলোড নিয়ে বাড়তি সতর্ক রয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্টজুড়ে একজন ফিজিও সার্বক্ষণিকভাবে বোলারদের পর্যবেক্ষণে রাখবেন। কারও ওয়ার্কলোড বেশি হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে বিশ্রামের ব্যবস্থা করা হবে।

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার এই পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে বোর্ড। কেননা টাইগারদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আর বর্তমানে পেসারদের কল্যাণে বাংলাদেশ অনেক ম্যাচ জেতা শুরু করেছে। বিশ্বকাপেও পেস ইউনিটের প্রতি বাড়তি প্রত্যাশা থাকবে দলের। তাই বিশ্বকাপের মত বড় মঞ্চে পেসারদের পূর্ণ ফিট রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট