Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ায় ১১ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

Top End T-20 Series 2025
গত আসরে আকবর আলীর নেতৃত্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টটির সবশেষ আসরে অংশ নিয়েছিল বাংলাদেশের হাইপারফরম্যান্স দল এইচপি। এবার অংশ নিতে যাচ্ছে ‘এ’ দল। বাংলাদেশের পাশাপাশি এবারও খেলবে পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহীনস। এছাড়া এশিয়া থেকে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নেপাল।

চলতি বছর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। এই টুর্নামেন্টের গত আসরে অংশ নিয়েছিল ৯ টি দল। তবে এবার দুটি দল বেড়ে মোট ১১ দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহীনস ও নেপালসহ অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলো নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর মধ্যে বিগব্যাশের কয়েকটি দলও রয়েছে। তবে সবগুলো দলের নাম এখনো প্রকাশ করা হয়নি।

আয়োজক কর্তৃপক্ষ নর্দার্ন টেরিটরি ক্রিকেট জানিয়েছে, ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবার ১১টি দল অংশ নেবে। এবারও অংশ নেবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীনস। নতুন করে যোগ দিচ্ছে নেপাল। টুর্নামেন্টের পূর্ণ সূচি এবং বাকি দলগুলোর নামও প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

» দেশের ভবিষ্যত তারকা হয়ে উঠবেন ইমান ও বিতশোক চাকমা?

» বিদায়ের পর সৌদি ক্লাবকে কঠিন প্রতিপক্ষ বললেন গার্দিওলা 

এর আগে ২০২৪ আসরে আকবর আলীর নেতৃত্বে অংশ নিয়েছিল বাংলাদেশ এইচপি দল। প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছিল লাল-সবুজের দল। দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল খেলেছিল দলটি। তবে ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল তারা। এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

আগামী ১৪ আগস্ট পর্দা উঠবে তৃতীয় আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের বাকি ম্যাচের সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট