Connect with us
ফুটবল

ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামছে ঋতুপর্ণারা

Bangladesh to play against a European side for the first time.
মঙ্গলবার আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের অভিষেকের দীর্ঘ দেড় দশক পেরিয়ে গেছে। তবে এখনো কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলা হয়নি বাঘিনীদের। আগামীকাল (মঙ্গলবার) আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান দলের বিপক্ষে অভিষেক হচ্ছে আফঈদা-ঋতুপর্ণাদের। 

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ১২ দলের এই টুর্নামেন্টে এশিয়ার শীর্ষ দলগুলো খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়া সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের আগে মেয়েদের প্রস্তুত করতে বড় বড় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করছে বাফুফে।

গত অক্টোবরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাফুফে। দুটো দলই ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে।



র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪ নম্বরে। অন্যদিকে আজারবাইজান ৭৪তম এবং মালয়েশিয়া ৯২তম স্থানে অবস্থান করছে। ইতোমধ্যে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে স্বাগতিকরা। এবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আজারবাইজান।

তবে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য আরো কঠিন হতে যাচ্ছে। বাংলাদেশকে হারানো মালয়েশিয়া তাদের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের কাছে ২-০ গোলে হেরেছে। তাতে সহজেই স্পষ্ট হয়, আজারবাইজানের চেয়ে মালয়েশিয়ার বিপক্ষে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আফঈদা-ঋতুপর্ণাদের।

তাছাড়া আজারবাইজান ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে ফুটবল খেলে অভ্যস্ত। তারা শারিরীক গঠনের দিক থেকেও বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। তাই ইউরোপিয়ান দলের বিপক্ষে অভিষেকটা বেশ কঠিন হতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যদের।

আগামীকাল (মঙ্গলবার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল