
ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে হংকংয়ের বিপক্ষে হৃদয় ভেঙ্গেছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে সেই ম্যাচে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল কোচ হাভিয়ের কাবরেরার সেরা একাদশ সিলেকশন নিয়ে। তবে এবার অ্যাওয়ে ম্যাচে কোনও সুযোগ নিতে চাননি তিনি। আর তাই আগের ম্যাচের শুরুর একাদশে সুযোগ না পাওয়া জায়ান ও সামিত সোমকে সঙ্গে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। আর গেল ম্যাচের সেরা একাদশ থেকে বাদ পড়ছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র।
হংকংয়ের বিপক্ষে নিজেদের রক্ষণ মজবুত করতে চার ডিফেন্ডার নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কাবরেরা। তপু বর্মণ, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিনের কাঁধে উঠবে রক্ষণ আগলে রাখার দায়িত্ব। মাঝমাঠে হামজা চৌধুরীর সাথে থাকছেন শেখ মোরসালিন, জায়ান আহমেদ, সামিত সোম ও সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে দায়িত্বে রাকিব হোসেন।
প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে গেল শুক্রবার হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও সামিতকে বেঞ্চে রেখে শুরু করেছিল দল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় মাঠে থেমে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তারা। তারপর সমালোচনার ঝড় ওঠে তাদের শুরুর একাদশে না খেলানোর। এবার অবশ্য ম্যাচের শুরু থেকেই সুযোগ পেলেন জায়ান-সামিত।
এশিয়ান কাপ বাছাইপর্বে এটা নিয়ে তিন ম্যাচ বাকি বাংলাদেশের। মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে যেখানে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের। পরবর্তী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা-সামিতরা। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বছর ৩১ মার্চ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস
