Connect with us
ফুটবল

আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh to face India tomorrow
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- বাফুফে

ভুটানের থিম্পুতে গতকাল (বুধবার) শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ। সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই খেলতে নেমে শুরুটাও প্রত্যাশিত হয়েছে বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল।

ভুটানের পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী এই দেশটির মুখোমুখি হবে মাহবুবুর রহমানের শিষ্যরা।

আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) দিনের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।



প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ মেয়েরা। দলের জয়ের পেছনে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলপি আক্তার। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারটিও উঠেছিল তার হাতে। পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষেও নিজের সেরাটা দিতে চান এই ফরোয়ার্ড।

ভারত ম্যাচ প্রসঙ্গে আলপি বলেন, ‘ভারতের কিছু খেলোয়াড় অনেক দ্রুতগতির। তাদের আটকাতে হবে। আমাদেরও স্কোর করতে হবে। চেষ্টা থাকবে ম্যাচটা জেতার জন্য সর্বোচ্চটা দেওয়া।’

ভুটানের বিপক্ষে ম্যাচে আরেকটি গোল করেন সৌরভি আকন্দ প্রীতি। প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো ভারতের বিপক্ষে যেন না হয় সেই চেষ্টাই করবেন এই ফরোয়ার্ড, ‘কালকে ভারতের সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা চেষ্টা করব ভুটানের বিপক্ষে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন ভারতের বিপক্ষে না হয়।’

এদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল। নেপালকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে টুর্নামেন্ট শুরু করেছে দলটি। ফলে বাংলাদেশের সামনেও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল