রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করেও শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’। তবে প্রথম দুই ম্যাচে বড় দুই জয়ের কারণে আগেই সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত গ্রুপচ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই দিনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
কাতারের দোহায় ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। তিন ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ২৯ রান। হাবিবুর রহমান সোহান করেন ১৪ বলে ২৭ রান। অপর ওপেনার জিশান আলমও সপ্তম ওভার পর্যন্ত খেলে করেন ১৬ বলে ১৭ রান। তবে দুজনের বিদায়ের পর জাওয়াদ আবরার বা আকবর আলী কেউই বড় ইনিংস গড়তে পারেননি।
শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। ওভারের দ্বিতীয় বলেই ছক্কা মেরে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহরব। তারপর ওয়াইড থেকে আসে আরও দুই রান। শেষ চার বলে সমীকরণ দাঁড়ায় মাত্র ৯ রান। কিন্তু বাকি চার বলের মাঝে তিনবলই খেলেন ইয়াসির আলী। সিংগেল ছাড়া কোনো বাউন্ডারি আসেনি। শেষ বলে প্রয়োজন ছিল ৭ রান। কিন্তু ইয়াসির ব্যাটে বলে সংযোগ না করতে পেরে এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হন। ইয়াসিরের বিদায়ে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫৩/৬। ফলে ৬ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কাকে টেনে তোলেন সাহান আরিচিগে। পাঁচে নেমে ৪৯ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত তাঁর ব্যাটেই টিকে থাকে লঙ্কানদের ইনিংস। শুরুতে উইকেট হারালেও শেষ দিলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৫৯/৭। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও আবু হায়দার নেন দুটি করে উইকেট।
এদিকে গ্রুপ ‘এ’-তে তিন দলের পয়েন্টই ছিল ৪। তবে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। বাদ পড়েছে আফগানিস্তান ও হংকং। অন্য গ্রুপ থেকে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে এবং ভারত ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরাজয় সত্ত্বেও গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। যেখানে মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের। আগামীকাল ২১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে কাতারের দোহাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/টিএ