
২০২৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। আগামীকাল সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চলতি সাফে এখনো অপরাজিত বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। এরপর সেমিতে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
এদিকে ভারতও এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বিশাল ব্যবধান হারায় তারা, এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে তারা। সেমিতে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিক দলটি।
আরও পড়ুন:
» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
» ২২ বছর পর ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন মোহামেডান
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এই প্রথম ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। অবশ্য অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় বাংলাদেশ এর আগে কখনো ফাইনালে উঠতে পারেনি। তবে ভারত এ নিয়ে তিনবার ফাইনালে উঠেছে। এর মধ্যে ২০১৫ সালে ফাইনালে নেপালের কাছে হেরেছিল এবং ২০২৩ আসরে নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৮ আসরে দুইবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। যার মধ্যে একটি ফাইনালে নেপালের কাছে এবং আরেকটি ফাইনালে ভারতের কাছে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এছাড়া অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় ২০২২ সালে ভারতের বিপক্ষে ফাইনাল হেরেছিল বাংলাদেশ।
তবে গত বছর শিরোপা খরা কাটায় বাংলাদেশ। নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য গত আসরে সেমিফাইনালেই বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত।
আগামীকাল রোববার (১৮ মে) শিরোপা ধরে রাখার মিশনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/বিটি
