
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাল্টে গেছে এশিয়া কাপের সুপার ফোরের পয়েন্ট টেবিলের চিত্র। শেষ দুই ম্যাচে না জিতেও বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ আর নেই। সেইসাথে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ফাইনালে খেলার সম্ভাবনা এখন শুধু কাগজে কলমে। সেই সম্ভাবনাও আজ বাংলাদেশ-ভারত ম্যাচের পর শেষ হয়ে যেতে পারে।
এশিয়া কাপের ব্যস্ত সূচিতে আজ ভারতের বিপক্ষে এবং আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে জিতলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের যেকোনো এক ম্যাচে জিতেও ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে টাইগারদের। আজ ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও আগামীকাল পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনাল খেলবে বাংলাদেশ।
তবে, আজ ভারতকে হারালে ও আগামীকাল পাকিস্তানের কাছে হেরে গেলে বাংলাদেশকে চোখ রাখতে হবে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচের উপর। সেই ম্যাচে ভারত জিতলে শুরু হবে নেট রানরেট এর হিসাব। আর শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ পৌছে যাবে স্বপ্নের ফাইনালে।
আজ ভারত বাংলাদেশকে হারাতে পারলেই পৌঁছে যাবে ফাইনালে, আর হেরে গেলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
আবার, আজ বাংলাদেশের বিপক্ষে ভারত জয় পেলে এবং আগামীকাল বাংলাদেশকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান। আর যদি ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ, তাহলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফল যাই হোক না কেন পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
অন্যদিকে, আজ বাংলাদেশের বিপক্ষে ভারত জয় পেলেই বাদ পড়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তান দুই দলকেই হারাতে পারে তাহলেই টিকে থাকবে শ্রীলঙ্কার ফাইনাল খেলার আশা। যদিও সেক্ষেত্রে থাকবেন নেট রানরেটের হিসাব।
সব মিলিয়ে পয়েন্ট টেবিলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলেই ফাইনালের দিকে আরো একধাপ এগিয়ে যাবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি
