
ভারতে চলমান এশিয়া কাপ হকিতে আরেকটি জয় তুলে নিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এতে ষষ্ঠ স্থান নির্ধারণ করেছে বাংলাদেশ দল।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজগিরে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হকি দল। এই জয়ের ফলে বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন আশরাফুল-রোমানরা।
এবারের হকি এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে দলটি। মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে লাল সবুজের দল। বাকি এক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আশরাফুলরা।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ায় স্থান নির্ধারণী ম্যাচে খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টের ষষ্ঠ স্থান নির্ধারণের পর এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে তারা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজরা।
কিন্তু এই ম্যাচ হেরে গেলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। সেই সিরিজে যারা জয়লাভ করবে তারা বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।
পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। রাজগিরে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
উল্লেখ্য, হকি এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি হকি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/বিটি
