Connect with us
ক্রিকেট

‘বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা মানসিকভাবে ফিট না’

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান।

তাঁর মতে, বিশ্বকাপে বা টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার মতো বড় কোনো চাপ না থাকলেও, ক্রিকেটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তারা রাজ্যের চাপ নিয়ে খেলছেন।

বুধবার মিরপুরে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো অতিরিক্ত সতর্কতার কারণে। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে। দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না।’

আরও পড়ুন:

» ক্রিকেটে স্কটল্যান্ডকে হারিয়ে দিল ১৯ ধাপ পিছিয়ে থাকা ইতালি

» টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে গেলেন লঙ্কান তারকা

দ্বিতীয় ওয়ানডেতে তাওহিদ হৃদয়ের রান আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুড়ে ফেলার ঘটনায় ক্রিকেটারদের এমন আচরণেও অসন্তুষ্ট আকরাম খান। তিনি বলেন, ‘ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে। কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে…এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের একটিতেও বাংলাদেশের ব্যাটাররা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেননি। এই বিষয়টি নিয়েও আকরাম খান গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে… আমাদের জন্য এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট