Connect with us
ফুটবল

দুটি প্রীতি ম্যাচ খেলতে জর্ডান গেল বাংলাদেশ দল

Bangladesh women's team go for Jordan tour
বাংলাদেশ নারী দলের জর্ডান সফর। ছবি- বাফুফে

ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য নিজেদের প্রস্তুত করতে এই সফর করছে বাংলাদেশ নারী দল।

আজ সোমবার দুপুরের আগে জর্ডানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নারী ফুটবলাররা। এই সফরে আগামী ৩১ মে ইন্দোনেশিয়া এবং ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ফুটবলারদের যাত্রার বিষয়টি জানিয়েছে ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেই পোস্টে ফুটবলারদের দেশ ছাড়া ছবি প্রকাশ করে ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল জর্ডানের আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেখানে তারা ফিফা নারী আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে।’


আরও পড়ুন:

» পিএসএল জিতে কত টাকা পুরস্কার পেল রিশাদ-রাজাদের দল

» পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ জয়ের রহস্য জানালেন মিরাজ


 

সেই পোস্টে বাফুফে আরো লিখেছে, ‘আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ দল জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। যা একটি উত্তেজনাপূর্ণ সিরিজ উপহার দিবে বলে আশা করা যাচ্ছে।’

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগেই এই সফরের দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ জুন দেশে ফেরার কথা রয়েছে নারী দলটির।

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল