
সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অবস্থান করছিলো বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট শেষ করে আজ বিকেল পাঁচটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল যুবাদের। তবে বিকেলে বৈরী আবহাওয়ার কারণে যুবাদের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। অবশেষে ফের রওনা দিয়ে ঢাকায় অবতরণ করেছে বিমানটি।
আজ সন্ধ্যা পৌনে আটটার পর ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি খেলোয়াড়দের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে যাবেন ফুটবলাররা।
বাফুফে থেকে জানানো হয়, ‘বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়।’
আরও পড়ুন :
» পিএসএলে সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মিরাজ
» এক সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
আজ বিকেলে ঢাকায় বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। যে কারণে প্রথম দফায় অবতরণ করতে পারেনি যুবাদের বহনকারী বিমানটি। এরপর কলকাতায় জরুরি অবতরণ করে বিমানটি। কলকাতায় ফিরে গেলে যুবাদের দেশের ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফয়সালদের।
সন্ধ্যা সাতটার দিকে যুবাদের নিয়ে কলকাতা থেকে ফের উড়াল দেয় বিমানটি। দ্বিতীয় দফায় নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যুবাদের ফ্লাইট।
এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের অরুণাচল প্রদেশে। গত রোববার (১৮ মে) সাফের ফাইনালের ভারতের কাছে টাইব্রেকারে শিরোপা হেরেছে বাংলাদেশ। গতকাল রানার্সআপ দলটি অরুণাচল থেকে কলকাতায় আসে। আর আজ বিকেলে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় তারা।
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি
