Connect with us
ক্রিকেট

নারী টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

women t20 world cup bangladesh team
দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি- সংগৃহীত

আসন্ন নারী টি-২০ বিশ্বকাপ-২০২৪ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের বিশ্বকাপ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অভিনব পদ্ধতিতে দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে দল ঘোষণা করা হয়। প্রবাসী বাংলাদেশিরা একে একে দলে থাকা সদস্যদের নাম ঘোষণা করে শুভ কামনা জানান। দল ঘোষণার পুরো প্রক্রিয়াটি ভিডিও বার্তায় প্রচার করে বিসিবি।

এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে গেলেও, আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে। তাই বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দা উঠবে নারী টি-২০ বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

আরও পড়ুন :

» ‘হোয়াইটওয়াশ’ হবে ভারত, অজি তারকার ভবিষ্যদ্বাণী!

» ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

আগামী ৩ অক্টোবর আমিরাতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামের মাঠে গড়াবে মোট ২৩টি ম্যাচ। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট