
ভারতের অরুণাচল প্রদেশে শুক্রবার (৯ মে) পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের। অরুণাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়োজক দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।
আগামীকাল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায় শুরু হবে ম্যাচটি। একই স্টেডিয়ামে আগামী ১১ মে (রোববার) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» আইপিএল : পাঞ্জাব-দিল্লির ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা
» বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে যে বার্তা দিলেন সামিত
সাফের মিশনে মাঠে নামার আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন যুব দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে ছোটন বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা গত তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা বেশ চনমনে আছে। এই টুর্নামেন্টটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই টুর্নামেন্ট থেকে এই ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। আমরা বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।’
‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। আমাদের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। তারা বেশ ভালো দল। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। তাই আমরা এখন মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে পুরোপুরি ফোকাসড।’ ―তিনি আরও যোগ করেন।
উল্লেখ্য, গত বছর সাফের সর্বশেষ বয়সভিত্তিক টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে। নেপালে আয়োজিত ২০২৪ সালের সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের জার্সিধারীরা।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি
