Connect with us
ক্রিকেট

সুপার ফোরের প্রথম দিনেই আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

নানান সমীকরণ মিলিয়ে চলতে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের নাম লিখিয়েছে বাংলাদেশ। যেখানে আজ থেকে শুরু হবে টুর্নামেন্টের এই দ্বিতীয় রাউন্ডের খেলা। আর প্রথম দিনেই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আর শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল টাইগাররা। তাই এবার সুপার ফোরে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে লিটনদের সামনে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও সুপার ফোর নিশ্চিত করেছে ভারত-পাকিস্তান। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। এরপর এই রাউন্ডে শীর্ষে থাকা দুই দল সরাসরি খেলার সুযোগ পাবে টুর্নামেন্টের ফাইনাল। কঠিন এই লড়াইয়ে শ্রীলঙ্কার পর বাংলাদেশ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের।



সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের পর বিশ্রামের তেমন একটা সুযোগ পাবে না টাইগাররা। পরের দিনের নিজেদের তৃতীয় ও শেষ সুপার ফোরের ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।

চলতি এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পর দলগুলোর লক্ষ্য ভালো খেলে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু করার চেষ্টায় থাকবে টাইগাররা। গতকাল সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজদের পেস বোলিং কোচ শন টেইট বলেছেন আত্মবিশ্বাসী থেকেই মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট