
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফু থু প্রদেশের ভিয়েট ট্রাই স্টেডিয়ামে খেলবে লাল-সবুজের যুবারা।
অসুস্থতার কারণে মঙ্গলবার দলকে অনুশীলন করাতে পারেননি কোচ সাইফুল বারী টিটু। তার অনুপস্থিতিতে সহকারী কোচ হাসান আল মামুন অনুশীলন করান। তবে কোচের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা থাকলেও মানসিকভাবে দৃঢ় আছেন শেখ মোরসালিন-মেহেদি হাসান শ্রাবণরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনও মূল পর্বে খেলতে পারেনি। এবার সেই স্বপ্ন পূরণের আশা করছে দল। প্রায় এক মাসের প্রস্তুতি শেষে বাহরাইনে দুই সপ্তাহের ক্যাম্প করে এসেছে তারা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচে যথাক্রমে ১-০ ও ৪-২ গোলে হারলেও কোচিং স্টাফ ও খেলোয়াড়রা আশাবাদী।
সহকারী কোচ হাসান আল মামুন বলেন, এই টিমটা গোছানো এবং হাইপ্রোফাইল খেলোয়াড়ে ভরপুর। আমি বিশ্বাস করি, টুর্নামেন্টে ভালো কিছু করবে।
তিনি বলেন, আপনারা জানেন অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় আমাদের রেজাল্ট ভালো না। তবে আমার কাছে মনে হচ্ছে এবার এই দলটা কিছু একটা করব। অনেক দিন পর বাংলাদেশ ভালো কম্বাইন্ড একটা টিম পেয়েছে। আমরা কোচিং স্টাফও খুশি। সবকিছু মিলিয়ে ছেলেরা প্রস্তুত আছে। তারা দেশের জন্য কিছু করতে চায়।
অধিনায়ক শেখ মোরসালিন জানান, দুটি ট্রেনিং সেশন করেছি। আমরা মানসিকভাবে প্রস্তুত ম্যাচের জন্য। এই ম্যাচের জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার জন্য। লক্ষ্য একটাই- ম্যাচ জেতা।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/এনজি
