Connect with us
ক্রিকেট

এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ

BD emerging
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ

বাংলাদেশের ম্যাচ যেন ফুরোচ্ছেই না। একেকটি দলের একেকটি সিরিজ মাঠে গড়িয়েই যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দল রয়েছে আরব আমিরাত ও পাকিস্তান সফরের প্রস্তুতি ক্যাম্পে। আর অনূর্ধ্ব ১৯ দল, বাংলাদেশ এ দল খেলছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ইমার্জিং দলের খেলা।

রাজশাহীতে রয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর দল। সেখানে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে লড়াই করবেন তারা। দীর্ঘ এই সফরের শুরুটা হচ্ছে ওয়ানডে ম্যাচ দিয়ে। দুই দলের এই লড়াই শেষ হবে চার দিনের দুইটি ম্যাচ দিয়ে।

আকবরদের মতোই সূচি রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের নুরুল হাসান সোহানদের। ইতিমধ্যে সিলেটে ২-১ ব্যবধানে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছেন সোহানরা। ৫০ ওভারের এই লড়াইয়ে আকবরদের নিকট থেকেও ভক্তদের চাওয়াটা বেশি।


আরও পড়ুন:

» বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

» আবারও গোল পেলেন মেসি, তবুও লজ্জার রেকর্ড!


সারা দেশে চলছে তীব্র দাবদাহ। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতেও এর আশেপাশে তাপমাত্রা দেখা গেছে। এই দুই জেলা কিছুদিন ধরেই দাবদাহের চোখ রাঙানি দিচ্ছিল। সেখানেই আজ নয়টায় শুরু হয়েছে খেলা।

বিষয়টি নিয়ে অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশে মে-জুন মাসে যে তাপমাত্রা থাকে তার মধ্যে কাজ করে খেলোয়াড়রা সকলেই। অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু যেহেতু তাপদাহ চলছে, প্রত্যেক খেলোয়াড়কে সতর্কভাবে সবকিছু করতে হবে।”

প্রস্তুতি নিয়ে আকবর বলেছেন, ‘আমাদের যে অনুশীলন হয়েছে, তার পুরোটাই ছিল ওয়ানডে সিরিজ ঘিরে। আমরা এখানে যে সুযোগ-সুবিধা পেয়েছি পাঁচ-ছয়দিন, সেটা আমরা ঠিকভাবে কাজে লাগতে পেরেছি। এখন এটি ম্যাচে বাস্তবায়নের চেষ্টা করব।’

বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।

ক্রিফোস্পোর্টস/১২মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট