
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের পেরিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। যেখানে আজ বিকেলে সাফের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে নেপাল যুব দলের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে সেমিফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ দলের শুরুর একাদশ নিজেদের ফেসবুক পেইজে প্রকাশ করেছে বাফুফে।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে ‘এ’ গ্রুপে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় মাচে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। গ্রুপের রানার্সআপ হয় ভুটান।
আরও পড়ুন:
» আইপিএলের নতুন নিয়মে আর্থিক ক্ষতির সম্মুখীন দলগুলো
» বড় দুঃসংবাদ পেলেন সাদ উদ্দিন, খেলতে পারবেন জাতীয় দলে?
অপরদিকে গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে স্বাগতিক ভারত। তাদের গ্রুপের রানার্সআপ দলের সাথে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। বিপরীতে ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত আটটায় মাঠে নামবে ভারত
সেমিতে বাংলাদেশ অ-১৯ দল শুরুর একাদশ:
গোলরক্ষক– মো: ইসমাইল হোসেন মাহিন;
ডিফেন্স– সানি দাস, আশিকুর রহমান, সালাহউদ্দিন শাহেদ;
মিডফিল্ডার– মো: মিঠু চৌধুরী, মো: কামাল মির্ধা, সামিউল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক);
ফরওয়ার্ড– শ্রী সুমন সরীন, মুরশেদ আলী, মো: রিফাত কাজী।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/এফএএস
