Connect with us
ফুটবল

লাওসের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

Bangladesh takes first-half lead with dominant performance against Laos
সাগরিকার গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ (বুধবার) স্বাগতিক লাওসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভিয়েনতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেছে আফঈদা-সাগরিকারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও লাওস অনূর্ধ্ব-২০ দলের মধ্যকার ম্যাচটির প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। বাঘিনীদের পক্ষে একমাত্র গোলটি করেছেন তারকা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশের ফুটবলাররা। সাগরিকা-স্বপ্না রানীদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ে ভুলের কারণে এবং প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে পরাস্ত হয়ে গোলের সুযোগ হারায় বাংলাদেশ।



এদিকে বাংলাদেশের আক্রমণের পর পাল্টা আক্রমণও চালায় লাওস। তবে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলকে পরাস্ত করে বল জালে জড়াতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের ৩৬তম মিনিটে এসে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। শান্তি মার্ডির কর্নার থেকে দুর্দান্ত এক হেডে লাওসের জালে বড় জড়ান সাগরিকা। এর মিনিট পাঁচেক পরেই শিখার গোলে লিড বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। তবে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের শেষ কয়েক মিনিটে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। তাই ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল